ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে রোহিঙ্গা মা-মেয়ে আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মহিলাকে আটক করা হয়েছে। ইয়াবা নিয়ে তারা ঢাকা যাচ্ছিল।

আটক দু’জন হলেন—বিবিজান (৩৮) ও রুমা আক্তার ওরফে বেবি (১৬)। সম্পর্কে তারা মা-মেয়ে।

সোমবার (২১ জানুয়ারি) মধ্যরাত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা উভয়ে কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লকের শরণার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতে টহলরত পুলিশ গোপন সাংবাদ পেয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশি করে বিবিজান ও রুমা আক্তারের ব্যাগ ও কোমরের মধ্য থেকে ৭ হাজার ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক মহাসড়কের চেকপোস্ট স্থাপন করা হয়। তারপর বাসে তল্লাশি চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে।

তাদের দুজনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm