ইয়াবা-কাণ্ডে কক্সবাজারের এসপিকে স্ট্যান্ড রিলিজ

ইয়াবা কারবারের অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে স্ট্যান্ড রিলিজ করে পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি (প্রশাসন) কাজী মো. ফজলুল করিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ।

পুলিশ হেডকোয়ার্টারের অফিস আদেশে বলা হয়েছে, ‘কক্সবাজার জেলা পুলিশের পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট দায়িত্বভার অর্পণ করে আগামী ১৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্ট করবেন। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে আদেশ জারি করা হলো।’

এর আগে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকে ‘মিলেমিশে সাড়ে ৩ লাখ পিস বিক্রি : এসপির ইয়াবা কারবার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ হেডকোয়ার্টার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২৫ তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা গত বছরের ৮ সেপ্টেম্বর পর্যটন নগরী কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm