ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক নারীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম হামিদা বেগম (৩৫)। বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আদালত আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি বছরখানেক আগে জামিন পাওয়ার পর থেকে পলাতক।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৬ জুন নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে পুলিশ হামিদাকে গ্রেপ্তার করে। ওই সময় তাঁর কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কর্ণফুলী থানায় করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ৬ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এই রায় দেন।
এমএফও