চট্টগ্রাম নগরের বায়েজিদে আধিপত্য বিস্তারের জেরে ছাত্রলীগ নেতা ইমন রনি হত্যাকাণ্ডের সঙ্গে নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক মনির সংশ্লিষ্টতা নেই দাবি করেছেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এই মামলায় আসামি করা হয়েছে দাবি করে অনতিবিলম্বের মনিরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার (১৪ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ দাবি করেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি ইকরামুল কবির ইয়াম লিখিত বক্তব্যে বলেন, দুই গ্রুপের সংঘর্ষে ইমন রনি খুনের ঘটনায় বায়েজিদ থানায় যে মামলা দায়ের করা হয়েছে এতে ষড়যন্ত্রমূলকভাবে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নগর ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নুরুল হক মনিরকে আসামি করা হয়েছে। দুই গ্রুপের সংঘাতে ইমন মারা গেলেও ওই দুই গ্রুপের সঙ্গে ন্যূনতম সম্পর্ক না থাকার পরও নুরুল হক মনিরকে মিথ্যা মামলায় জড়ানো উদ্দেশ্যপ্রণোদিত।
ইয়াম বলেন, মামলার এজহারে আসামিদের তালিকা ও ঘটনার বর্ণনা দেখলেই এটা স্পষ্ট হয়ে যায় যে হয়রানি করার উদ্দেশ্য নিয়েই এই মামলায় নুরুল হক মনিরকে আসামি করা হয়েছে। এজহারে যে ১৯ জনকে আসামি করা হয়েছে সেখানে শুধুমাত্র মনির ভাইয়ের বাসা চান্দগাঁও থানায় আর বাকি ১৮ জন সকলেই বায়েজিদ থানার বাসিন্দা। এছাড়া ওই ১৮ জন সকলেই স্থানীয় রাজনীতিতে একটি গ্রুপের কর্মী হিসেবে পরিচিত। যাদের সাথে মনির ভাইয়ের দূরতম কোন সম্পর্ক পর্যন্ত নেই।
অনতিবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও এ সময় জানান তিনি।
এআরটি/এসএ