ইপিজেডে ৪ চোর মোটরসাইকেল ও সিএনজিসহ গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ইপিজেডে মোটরসাইকেল চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোর চক্রের ৪ সদস্য আটক করেছে পুলিশ। এসময় চোরাই মোটরসাইকেলসহ চোরাইকৃত অপর একটি সিএনজি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর ইপিজেডের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা চার চোর হলেন—নোয়াখালী কোম্পানীগঞ্জের চরএলাহী এলাকার মৃত জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (২৬), দক্ষিণ হাতিয়ার জাহাজমারা এলাকার মৃত মোয়াজ্জেম হোসেন তালুকদারের ছেলে মো. জামশেদ (৫০), হাতিয়া পৌরসভার সিরাজ ড্রাইভার বাড়ির মৃত সিরাজ উদ্দিনের ছেলে ফয়সাল উদ্দিন (৩২) ও হাতিয়ার বুড়িরচর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে জামশেদ উদ্দিন (৪৩)।

পুলিশ জানায়, গত শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ইপিজেড চৌধুরী মার্কেটের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় গাড়ির মালিক বাদি হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিউমুরিং এলাকা থেকে জাহাঙ্গীর আলম ও মো. জামশেদকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে একই থানা এলাকার আয়শার মা’র গলি থেকে তিন নম্বর আসামি ফয়সাল উদ্দিনকে আটক এবং তার প্যান্টের পকেট থেকে সিএনজির ফিটনেস সনদ ও একটি ট্যাক্স টোকেন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায়, সোমবার (৯ ডিসেম্বর) রাত ৮টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের সমনে থেকে জাহাঙ্গীর, জামশেদ ও ফয়সাল আসামি মিলে একটি সিএনজি চুরি করে। ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনটি ওই গাড়ির বলে জানায়।

এসময় আসামিরা জানায়, ওই সিএনজিটি সোমবার (৯ ডিসেম্বর) রাতে অপর আসামি জামশেদ উদ্দিনের হেফাজতে রাখা হয়েছে। ওইদিন (১০ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নিউমুরিং এলাকা থেকে চতুর্থ আসামি জামশেদ উদ্দিনকেও আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার বেপারিপাড়া এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে থেকে সিলেট পাঠাতে যাওয়া সিএনজিটি উদ্ধার করা হয়।

ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ চাংকু নাগ বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামিদের আটক করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলসহ অপর চোরাইকৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটকের পর জানতে পারি আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। আটক ফয়সাল উদ্দিন ও জামশেদ উদ্দিনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এনইউএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm