ইপিজেডে রোহিঙ্গাসহ ৩ মাদক কারবারি আটক, ৫০০ ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ইয়াবার মুল্য দেড় লক্ষ টাকা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে পুলিশের এ অভিযান চলে।

আটককৃতরা হলেন, তাসলিমা বেগম (৪০) এলমা খাতুন (৬০)। তারা দুইজন রোহিঙ্গা।

পুলিশ জানায়, ব্যারিস্টার কলেজ সংলগ্ন রোডের দক্ষিণ পাশে সেলিম বিল্ডিংয়ের চতুর্থ তলায় ভাড়াবাসা নিয়ে তারা থাকতো। তাদের কাছ থেকে ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে ইপিজেড থানার রেলবিট এলাকার রাজু কলোনী থেকে মালা বেগম (৩৫) নামে এক নারীকে ১০০ ইয়াবাসহ আটক করা হয়। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায়।

তাদের বিরুদ্ধে নগরের ইপিজেড থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Yakub Group

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!