ইপিজেডে বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

চট্টগ্রামে বাড়িওয়ালার মারধরে এক ভাড়াটিয়ার মৃত্যুর খবর পাওয়া গেছে। বাড়িওয়ালার মারধরে আহত হয়ে দুইদিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকা মো. শাহজাহান (৪৫) নামের ওই ভাড়াটিয়া বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নারিকেলতলা এ আলম গলিতে এ ঘটনা ঘটে। জানা গেছে, পেশায় দিনমজুর মো. শাহজাহান ওই এলাকার জনৈক রুবেলের ঘরে ভাড়া থাকতেন।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, গত ৩১ আগস্ট বাড়িভাড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বাড়ির মালিক রুবেলের সঙ্গে শাহজাহানের ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি-মারামারিও হয়। লাঠি দিয়ে শাহজাহানকে প্রচণ্ড মারধরও করা হয়। এই ঘটনায় আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন শাহজাহান। গত দুদিন সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে তিনি মারা যান।

শাহজাহানের লাশ সুরতহাল করে পোস্টমর্টেম করার জন্য পাঠানো হয়েছে জানিয়ে চট্টগ্রাম প্রতিদিনকে ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘লাশের শরীরে বড় কোন আঘাতের চিহ্ন দেখিনি আমরা। পোস্টমর্টেমের রিপোর্ট আসলে বিষয়টা বোঝা যাবে। এ ঘটনায় শাহজাহানের পরিবারের পক্ষ থেকে হত্যামামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’

এছাড়াও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য সন্ধ্যা থেকেই ওসির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm