চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় রাস্তা পারাপারের সময়ে এক দ্রুতগামী যাত্রীবাহি বাসের ধাক্কায় হাবিবা আকতার (১৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোর গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবা আকতার কুমিল্লা জেলার লাকসাম থানার তাহেরপুর গ্রামের হাফেজ আহমদের মেয়ে। তিনি চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) ইউনিগ্রুপ নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেডের এক পোশাক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিসিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
মুআ/এসএইচ


