ইপিজেডে পোশাক কর্মী করোনায় আক্রান্ত, বাড়ি লকডাউন

চট্টগ্রামের ইপিজেড থানার শনিবার (৯ মে) করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগী একজন সিইপিজেড কারখানার পোশাক শ্রমিক।

৩২ বছর বয়সী এই শ্রমিক গাইবান্ধা জেলার গবিন্দগঞ্জ থানার বাদুনিয়া গ্রামের মৌলবি বাড়ির মৃত আবদুল মজিদের পুত্র। তিনি ইপিজেড থানার ঈসা খান গেইটের বিপরীতে অবস্থি মজিদ বিল্ডিংয়ের নিচতলায় ভাড়া বাসায় থাকতেন।

শনিবার (১০ মে) বিআইটিআইডিতে মোট ২১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট ১৫ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। চট্টগ্রাম জেলার ১২ জন ছাড়া অপর তিনজন নোয়াখালী জেলার।

এদিকে, শনিবার রাত দেড়টার দিকে ইপিজেড থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) জিল্লুর রহমানের নেতৃত্বে করোনা রোগী শনাক্তের পর ওই বাড়িটি লকডাউন করা হয়।

জিল্লুর রহমান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, শনিবার রাতে নেভী হাসপাতাল ঈসা খান গেইট এলাকার করোনা শনাক্ত রোগীর সংবাদ পেয়ে রাতে থানার করোনা টিম নিয়ে সেখানে মজিদ বিল্ডিংয়ের বাড়িটি লকডাউন করা হয়। আক্রান্ত রোগী ছিলেন একজন পোশাক শ্রমিক।

মুআ/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm