চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পরকীয়ার জেরে বন্ধুদের হাতে খুন হয়েছেন মোহাম্মদ আইয়ুব নবী ওরফে সাগর নামে এক যুবক। তিনি স্থানীয় একটি রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে ইপিজেডের আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. আইয়ুব নবী ওরফে সাগর (২৫) ওই এলাকায় ভাড়া বাসায় স্ত্রীসহ বসবাস করতেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি গ্রামে।
আটক মো. সিজান (২৫) ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকার রানী ভবনের গলির টেন্ডলের বাড়ির মৃত আলমগীরের ছেলে। তিনি একটি হোটেলে কারিগর ছিলেন, তবে কিছুদিন ধরে তিনি বেকার।
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ বদরুল আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আইয়ুব নবীর সঙ্গে তার বন্ধু সাইমনের স্ত্রীর পরকীয়ার সন্দেহ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পরপরই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন সিজানকে আটক করা হয়েছে। তবে সাইমন এখনও পলাতক। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা, তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বক্তব্য যাচাই করা হচ্ছে।
ঘটনার বিস্তারিত জানতে আটক সিজানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক সাইমনসহ অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের ভাই আহাম্মদ নবী অভিযোগ করে বলেন, তার ভাই আইয়ুব নবীকে সিজান, সাইমন ও সাকিব মিলে ছুরিকাঘাত করে হত্যা করেছে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান জানান, রাতে স্থানীয়রা বালুর মাঠ এলাকায় ছুরিকাহত এক যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।
জেজে/ডিজে