ইপিজেডে দোকানের ভেতরে স্বর্ণব্যবসায়ীর লাশ
চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আশার মার গলিতে সঞ্জয় ধর নামে (৫০) স্বর্ণ ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
রোববার (২৩ জুন) সকাল ১০টার দিকে সাচী মালুম মাকের্টের মনিশ্রী জুয়েলার্সের ভেতরে সঞ্জয় ধরের লাশটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা।

তিনি জানান, ‘সকালে আমরা খবর পেয়ে তদন্ত করার জন্য আসলে দোকানের ভেতর লাশটি দেখতে পাই। কখন বা কারা হত্যা করেছে তা এখনো জানতে পারিনি। আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।’
জানা যায়, নিহত সঞ্জয় ধর কক্সবাজার রামু উপজেলার ফতিকারকূল বণিকপাড়ার মৃত সুতরাম ধরের পুত্র। তিনি ১২ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছেন। থাকতেনও দোকানেই। গত শুক্রবার রাত থেকে আজ রোববার পর্যন্ত পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকায় নিহতের চাচাত ভাইয়ের মাধ্যমে খবর পাঠায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসেই দোকানের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেয়।
নিহতের দুই মেয়ে ও দুই ছেলে। কয়েকদিন আগে তার বড় মেয়ের বিয়ে হয়েছে বলে জানান নিহতের মামাতো বোন ঝর্ণা ধর।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন্দর জোনের ডিসি হামিদুল আলম ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম।
এইচটি/সিপি