s alam cement
আক্রান্ত
২৫৫৯৪
সুস্থ
২২৭২৭
মৃত্যু
৩২০

ইপিজেডে দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল একজনের

0

চট্টগ্রামের ইপিজেড থানার মাইলের মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় সরোয়ার মফিজ নামের ৫০ বছর বয়সী একব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকাল পাঁচটায় এ ঘটনা ঘটে। নিহত মফিজের বাড়ি কিশোরগঞ্জ হলেও তিনি ইপিজেড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি মিষ্টির প্যাকেট তৈরি সেগুলো চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় বিক্রি করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ইপিজেডের মাইলের মাথা এলাকায় দুই বাসের চালক প্রতিযোগিতামূলক গাড়ি চালাতে গিয়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের লোহার পাত গাড়ি ছেদ করে মফিজের গায়ে লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।

এএস/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ManaratResponsive

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

আরও পড়ুন
ksrm