ইপিজেডে করোনা শনাক্ত ভাঙ্গারি ব্যবসায়ীর বাড়ি লকডাউন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকার নমুনা পরীক্ষায় শনাক্ত হওয়া রোগী একজন ভাঙ্গারি ব্যবসায়ী। তিনি ওই এলাকার আব্দুল রাজ্জাক সমিতির বিল্ডিং সংলগ্ন এলাকায় বসবাস করেন।

শুক্রবার (৮ মে) রাতে ২৪ ঘণ্টায় নতুন করে পজিটিভ হওয়া ১১ জনের মধ্যে ইপিজেড থানা এলাকায় একজন করোনা পজিটিভ হন।

এদিকে গতকাল রাত ১টার দিকে ইপিজেড থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমানের নেতৃত্বে করোনা রোগী শনাক্তের পর ওই বাড়িটি লকডাউন করা হয়।

এসআই জিল্লু রহমান বলেন, শুক্রবার রাতে আক্রান্ত রোগীর খবর পেয়ে বাড়িটি লকডাউন করা হয়। তিনি একজন ওখানকার ভাঙ্গারি ব্যবসায়ী। তার পরিবারে ৭ জন সদস্য রয়েছে। তিনিসহ সবাই এখন ওই বাসাতেই আইসোলেশনে থাকবেন। সেখানে দুইজন পুলিশ সদস্য তদারকি করছেন। এছাড়া ইপিজেডে দুইজনের মধ্যে বাকি একজন ছিল অন্য জায়গার। তবে তিনি পতেঙ্গার ঠিকানা ব্যবহার করেন।

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm