ইপিজেডের আদর্শ বেকারির খাবারে নিষিদ্ধ কেমিক্যাল

চট্টগ্রাম নগরীতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রেখেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ সেপ্টেম্বর) নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বেকারি ও দুটি ওষুধের ফার্মেসিকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর ইপিজেডের মাইলের মাথা এলাকার আদর্শ বেকারি খাবারে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে। এছাড়া নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল তাদের পণ্য, সঙ্গে মোড়কজাত করার বিধিমালা মানা হচ্ছিল না। এজন্য তাদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া স্টিলমিল বাজার এলাকার এ কে ফার্মেসি ও নূর ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। মেয়াদ ছাড়া ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এ কে ফার্মেসিকে ৩০ হাজার টাকা, ও নূর ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিদার হোসেন ও সহকারী পরিচালক আনিছুর রহমান।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm