ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু খুলশীতে

চট্টগ্রাম নগরীর খুলশীতে ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত হওয়ার যুবকের নাম শিমুল (২০)। তিনি নগরীর আকবরশাহ থানার কৈবল্যধাম আশ্রম এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ঝাউতলা রেল লাইনে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিমুলের সহকর্মী নূর মোহাম্মদ জানান, এমপাওয়ারিং নেট নামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন শিমুল। এই সময় তিনি বৈদ্যুতিক শক খেয়ে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ও চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদেকুর রহমান বলেন, ‘ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্টে আহত শিমুল এক নামের এক যুবককে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। এই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Yakub Group

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!