ইতিহাসে এই প্রথম সিইউজে নির্বাচন চট্টগ্রাম প্রেসক্লাবের বাইরে

৯ পদে লড়ছেন ২১ প্রার্থী

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ইতিহাসে প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেসক্লাবের বাইরের কোনো ভেন্যুতে হতে যাচ্ছে দ্বি-বার্ষিক নির্বাচন। ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত চট্টগ্রাম প্রেসক্লাবে দফায় দফায় হামলা চালানোর একপর্যায়ে পুরো প্রেসক্লাব দখল করে নেয়। প্রেসক্লাব ভবনে অবস্থিত সিইউজে কার্যালয়ও সেই থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। ইউনিয়ন সদস্যদের নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত একটি কমিউনিটি সেন্টারে সিইউজে নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জের ভেগাস কনভেনশন সেন্টারে চলবে সিইউজের নির্বাচন। এবারের নির্বাচনে ৪৪২ জন ভোটার তাদের ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।

নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম ও সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

সিনিয়র সহ-সভাপতি পদে লড়ছেন মুজাহিদুল ইসলাম ও স ম ইব্রাহিম। সহ-সভাপতি পদে আলাউদ্দিন হোসেন দুলাল, সাইদুল ইসলাম ও সৌমেন ধর।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ রুবেল খান, সবুর শুভ ও হামিদ উল্লাহ।

যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. ইকবাল হোসেন ও মো. ওমর ফারুক।

অর্থ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মুহাম্মদ তৌহিদুল আলম ও মো. সরওয়ারুল আলম সোহেল।

সাংগঠনিক সম্পাদক পদে ভোটের মাঠে আছেন আবদুল্লাহ আল ফারুক (ফারুক আব্দুল্লাহ) ও সুবল বড়ুয়া। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে তাসনীম হাসান রিয়াদ, মিনহাজুল ইসলাম এবং সরওয়ার কামাল।

এছাড়া সদস্য পদে প্রার্থী হয়েছেন আহসান হাবিবুল আলম ও মোহাম্মদ মাসুমুল ইসলাম।

এর আগে শুক্রবার (১০ জানুয়ারি) সিইউজে নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেমুল হক।

তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র নেন ১৩ জানুয়ারি, মনোনয়নপত্র জমা দেন ১৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হয় ১৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার হয় ১৭ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৮ জানুয়ারি।

এদিকে সিইউজের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২২ সালের ১০ অক্টোবর। চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত ওই নির্বাচনে তপন চক্রবর্তী সভাপতি ও ম. শামসুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সেবার ৩৭৪ জন সদস্য ভোট দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm