ইটভাটার কালো-বিষে বায়ুদূষণ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসহ ৮ কর্মকর্তাকে তলব

দেশের বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটা বন্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে চট্টগ্রামসহ তিন বিভাগীয় কমিশনারকে তলব করেছেন হাইকোর্ট। এছাড়া তালিকায় আছেন জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ আরও সাত কর্মকর্তা। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের আদেশে যাদের তলব করা হয়েছে তারা হলেন—ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; তিন বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসক।

আদালত বলেছেন, পরিবেশগত ক্ষতি রোধে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি, অথচ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

আদালতে রিট আবেদনটি করেন পরিবেশবিদ ও মানবাধিকার কর্মী মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই শত শত ইটভাটা পরিচালিত হচ্ছে। এসব ইটভাটা কৃষিজমি ধ্বংস করছে, বায়ু দূষণ বাড়াচ্ছে এবং স্থানীয় জনগণের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে পরিবেশের বিপর্যয় আরও গভীর হচ্ছে।’

পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১২ ফেব্রুয়ারি। আদালত বলেছেন, ‘যদি যথাযথ ব্যাখ্যা পাওয়া না যায়, তবে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm