কোনো কোনো দোকানে টাঙানো নেই মূল্য তালিকা। কেউ কেউ এ তালিকা রাখলেও মানছে না সে তালিকায় উল্লিখিত মূল্য। ইচ্ছে মতো নিচ্ছে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। আদা, রসুনের গায়ে ধরেছে যেন আগুন।
বলছিলাম চট্টগ্রাম নগরীর কাজির দেউরি বাজারের কথা। এসব অভিযোগ পেয়ে শনিবার (৪ জুলাই) এ বাজারে হানা দেয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। দুই ঘণ্টা অভিযান চালিয়ে বেশ কয়েকটি দোকানকে সতর্ক করেন তিনি। পাশাপাশি দুই দোকানকে করেন ১০ হাজার টাকা জরিমানা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কাজির দেউরি বাজারে আজকে আমরা অভিযান চালিয়েছি। এ বাজারের অনেক দোকানে মূল্য তালিকা টাঙানো নেই। আবার অনেকে মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। অভিযানে বেশি দামে আদা, রসুন বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় মেসার্স রুবেল স্টোরকে ৫ হাজার ও মেসার্স ইলিয়াস স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, করোনায় উদ্ভুত পরিধিস্থিতে ও আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে নগরের বেশ কিছু বাজারে বেড়েছে নিত্যপন্যের দাম। দোকানিরা নিজেদের ইচ্ছেমত পণ্যের দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সিএম/এমএফও