ইউজিসির সদস্য হলেন চবি অধ্যাপক আবু তাহের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আবু তাহের। তিনি আগামী চার বছর পূর্ণকালীন মেয়াদে এই দ্বায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নং ১০/৭৩ এবং সংশোধিত আইন ১৯৯৮-এর ২/(বি) ধারা অনুযায়ী তিনি নিয়োগ পেয়েছেন।

ইউজিসি সূত্রে জানা গেছে, চার বছর মেয়াদে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদের আগে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। যোগদানের দিন থেকে কর্মরত মেয়াদে তিনি সদস্য হিসেবে চলমান সকল সুবিধাসহ সদস্য হিসেবে অতিরিক্ত সুবিধা ভোগ করবেন।

প্রফেসর ড. মো. আবু তাহের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ডেপুটেশনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লিয়েনে ট্রেজারার, জীবন বীমা করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমআইটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm