ইংল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের যুবারা

শ্রীলঙ্কার মাটিতে সিনিয়ররা নাস্তানাবুদ হলেও ইংল্যান্ডের মাটিতে ঠিকই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে জুনিয়ররা। যুব ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ দল পেয়েছে অনায়াস জয়। ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তানজিদ হোসেনের শতরানের পর বল হাতে বোলারদের দাপট। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনালের টিকিট পেল জুনিয়র টাইগাররা।

বৃহস্পতিবার ৭২ রানের সহজতম জয় নিয়ে মাঠ ছাড়ে আকবর আলীর দল।

এসেক্সে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল করে ২২৪ রান। জবাবে নেমে মাত্র ১৫২ রানে অলআউট ইংলিশরা।

এ অবস্থায় ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এরপরই ভারত। ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ইংল্যান্ড।

যদিও ম্যাচে টস ভাগ্যটা সঙ্গে ছিল না বাংলাদেশের যুবাদের। ব্যাটিংয়ে নেমে শুরুতেই পারভেজ হোসেন ধরেন সাজঘরের পথ। এরপর মাহমুদুল হাসান-তানজিদ গড়েন ১০৮ রানের জুটি। ৪১ রান করেন মাহমুদুল। এরপর তৃতীয় উইকেটে তৌহিদ হৃদয়কে (৩১) নিয়ে লড়েছেন তানজিদ।

শেষ অব্দি ১১৩ বলে তানজিদ করেন ১১৭ রান। ইনিংসে ছিল ১৬ চার ও ২ ছক্কা! তার এমন ইনিংসের পরও মাত্র বাংলাদেশ বড় পুঁজি গড়তে পারেনি। ১৭ বল বাকি থাকতেই অলআউট দল। ৩৮ রানে ৫ উইকেট নেন নিক কিম্বার।

অবশ্য এসেক্সের উইকেটে এরপর দারুণ দাপট দেখালেন বাংলাদেশের বোলাররা। পেসার তানজিম হাসান, শাহিন আলম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর তোপে মাত্র ৫১ রানে ৫ উইকেট শেষ ইংল্যান্ডের। এরপর যা একটু লড়লেন জ্যাক হেইন্স। তিনি করেন ৪৩ বলে ৪০।

ম্যাচে রাকিবুল ১৯ রানে শিকার করেন ৩ উইকেট। ২৮ রানে ৩ উইকেট নেন তানজিম। দুটি করে উইকেট শিকার করেন মৃত্যুঞ্জয় ও শাহিন।

সোমবার ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ ভারত।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.১ ওভারে ২২৪/১০ (তানজিদ ১১৭, পারভেজ ৪, মাহমুদুল ৪১, হৃদয় ৩১, শাহাদাত ০, আকবর ১১, শামিম ১, মৃত্যুঞ্জয় ০, তানজিম ১, রাকিবুল ২, শাহিন ১*; কিম্বার ৫/৩৮, কালেন ১/৩৯, হিল ১/৩৪)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৩৯ ওভারে ১৫২/১০ (চার্লসওয়ার্থ ৪, ক্লার্ক ৪, মোজলি ১৭, হেইন্স ৪০, গোল্ডসওয়ার্থি ২, হিল ১, বল্ডারসন ১৮, বিন ৩০, কিম্বার ১১, কালেন ৬*; তানজিম ৩/২৮, শাহিন ২/২৯, মৃত্যুঞ্জয় ২/২৩, রাকিবুল ৩/১৯)
ফল: ৭২ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!