ইংরেজি ১ম পরীক্ষায় আসেনি ৫৫০ জন পরীক্ষার্থী

এসএসসি

২০২০ সালের চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় চট্টগ্রামে অনুপস্থিত পরীক্ষার্থীর হার ০.৪৪ শতাংশ। বৃহত্তর চট্টগ্রামের পাঁচ জেলার মোট পরীক্ষার্থীর মাঝে ৫৫০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়নি।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ইংরেজি ১ম পত্র পরীক্ষায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার ১৯৬টি কেন্দ্রে ১ লাখ ২৪ হাজার ৯৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ২৪ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী।

এদিকে চট্টগ্রামে ৮৯ হাজার ৩৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৮ হাজার ৯৮৬ জন। অনুপস্থিত ছিল ৩৯৩ জন।

কক্সবাজারে ১৮ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১৮ হাজার ২৬৬ জন এবং অনুপস্থিত ছিল ৮০ জন।

রাঙামাটি জেলায় ৬ হাজার ৯৮৪ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৯৬২ জন। অনুপস্থিত ছিল ২২ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ৮০০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৭৬৩ জন এবং অনুপস্থিত ছিল ৩৭ জন।

বান্দরবান জেলায় ৩ হাজার ৪৪৮ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৪৩০ জন এবং অনুপস্থিত ছিল ১৮ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, চট্টগ্রামে এবার ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫৫০ জন। সকল পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।


এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!