চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিনের মেঝ ভাই এ এ এম শাহাবুদ্দিন মৃত্যুবরণ করেছেন।
শনিবার (১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এএএম শাহাবুদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শনিবার (আজ) এশার নামাজের পর জামালখান এলাকার কদম মোবারক শাহী জামে মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এমএফও