আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে ১ ডিসেম্বরও

৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হলেও ১ ডিসেম্বরও রিটার্ন জমা দেওয়া যাবে। রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

ওই প্রজ্ঞাপনে এনবিআর জানিয়েছে, ৩০ নভেম্বর (শনিবার) ছুটির দিন হওয়ায় পর দিন ১ ডিসেম্বর রোববার রিটার্ন জমা নেওয়া হবে। এ ব্যাপারে এনবিআরের সব সার্কেল অফিস ও কর কমিশনারদের একটি নির্দেশনা দিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। নির্দেশনায় সেবার মনোভাব নিয়ে ১ ডিসেম্বর করদাতাদের কাছ থেকে রিটার্ন জমা নেওয়ার কথা বলা হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী ১ ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে না। তবে উপ কর-কমিশনারের কাছে সময় বাড়ানোর আবেদন করাসহ জরিমানা দিয়ে রিটার্ন জমা দেওয়া যাবে।

এনবিআরের প্রজ্ঞাপনে পাশাপাশি ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালন করার জন্য প্রত্যেক সার্কেল অফিস ও কর কমিশনারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!