চট্টগ্রামের ফটিকছড়িতে হারুয়ালছড়ির আশেকানে হক ভাণ্ডারী, শোকর-এ মওলা মনজিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী দু’বছরের জন্য মুহাম্মদ আজমকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিমকে সাধারণ সম্পাদক করে কার্যকরী কমিটি গঠন করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারি।
প্রধান অতিথি বলেন, ‘স্রষ্টার সঙ্গে মানুষের ভালবাসার সম্পর্কই হচ্ছে সুফিবাদ। মাইজভান্ডারি দর্শন হচ্ছে কুরআন ও মদিনা সনদের বাস্তব প্রতিফলন। ‘সংঘাত নয় সংলাপ’, মওলা হুজুর রাহেবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারির মহান এ কালামের মধ্যেই শান্তি নিহিত। মূলত এটাই কোরআনের মূল, ধর্মের মূল।’
সংগঠনের সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ গোফরান উদ্দীন ফরহাদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মাকসুদুর রহমান দুলাল ও জয়নাল আবেদীন জুলু, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ মনোনীত ফটিকছড়ি ‘খ’ জোনের সমন্বয়ক দিদারুল আলম, আহমদ হোসেন, মুহাম্মদ আলী নেওয়াজ ও মুহাম্মদ শহীদুল্লাহ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ওমর ফারুক। গত এক বছরের সাংগঠনিক ও আর্থিক প্রতিবেদন ভিডিওচিত্রের মাধ্যমে পেশ করেন তথ্য, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম নেওয়াজ শাহরিয়ার আসিফ।
সভায় আগামী ২০২৪-২০২৫ বছরের জন্য মুহাম্মদ আজমকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো. ইব্রাহীমকে সাধারণ সম্পাদক করে আশেকানে হক ভান্ডারি, শোকর-এ মওলা মনজিলের ৩১ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া সভায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু পরিবারকে পুনর্বাসনের জন্য ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।