আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
শোকবার্তায় ভূমিমন্ত্রী তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, আল্লামা নঈমী দেশব্যাপী দ্বীনিশিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমুখী খেদমত করে গেছেন।
শোকবার্তায় এম রেজাউল করিম চৌধুরী বলেন, মুফতি হযরত মাওলানা ওবাইদুল হক নঈমী হুজুর দেশব্যাপী দীনি শিক্ষা বিস্তারে ও ইসলামের প্রচার-প্রসারে অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ইন্তেকালে সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন।
তিনি মহান আল্লাহর কাছে হুজুরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এএইচ