আলেম-ওলামাদের নিয়ে নৌকার পক্ষে সুচিন্তার প্রচারণা চট্টগ্রামের ঘরে ঘরে

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর পক্ষে ‘ডোর টু ডোর’ প্রচারণা চালালেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের নেতারা।

শনিবার (২৩ জানুয়ারি) নগরীর মুরাদপুর, শোলশহর, বহদ্দরহাটে বিপুলসংখ্যক আলেম ওলামাদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের পক্ষে পথসভা ছাড়াও ‘ডোর টু ডোর’ প্রচারণা চালায় সুচিন্তা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উদ্যোগে।

‘ডোর টু ডোর’ প্রচারণাকালে জিনাত সোহানা চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে নৌকার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে অসংখ্য কাজ করে যাচ্ছেন, তাই আলেম ওলামাদেরকে সাথে নিয়ে আমি কাজ করে যাচ্ছি।’

আলেম-ওলামাদের নিয়ে নৌকার পক্ষে সুচিন্তার প্রচারণা চট্টগ্রামের ঘরে ঘরে 1

পথ সমাবেশে মাওলানা এহসানুল হক বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আলেম ওলামাদের জীবনযাত্রার মান বাড়াতে নৌকার কোনো বিকল্প নেই।’

হাফেজ মাওলানা আবু তৈয়ব বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে ভোট দিয়ে চট্টগ্রামের উন্নয়ন তথা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নির্বাচিত করা আমাদের সকলের দায়িত্ব।’

এ পথসভায় আরও উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের যুগ্ন সমন্বয়ক ডা. হোসেন আহমেদ এবং আবু হাসনাত চেীধুরী ছাড়াও সুচিন্তা স্টুডেন্ট উইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দি, মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ জিতু ছাড়াও বেশ কয়েকজন আলেম-ওলামা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!