আলুবোখারায় তেলাপোকা-মুড়ির বস্তায় ইঁদুরের বিষ্ঠা, দোকানিকে লাখ টাকা অর্থদণ্ড

মুড়ি বস্তার ওপর ইঁদুরের বিষ্ঠা, আলুবোখারার প্যাকেটে তেলাপোকা, মূল্য তালিকা না থাকাসহ নানান অভিযোগে চট্টগ্রামের ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর অক্সিজেন বাজারে মুরগি, সবজি ও মুদি সামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়। অভিযানে বিভিন্ন দোকানে এসব অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়।

জানা গেছে, নগরীর অক্সিজেন বাজারে নূর উদ্দিন স্টোরে মুড়ি বস্তার ওপর ইঁদুরের বিষ্টা, আলু বোখারার প্যাকেটে তেলাপোকা থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকা, ক্রয় রশিদ ও পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় আরও পাঁচ প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হাসানের সবজির দোকানকে ২ হাজার, বায়েজিদ পোল্ট্রিকে ৩ হাজার, সিদ্দিকের সবজি দোকানকে ২ হাজার, কাঞ্চনের সবজির দোকানকে ২ হাজার এবং মেসার্স এসএম ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতার।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm