আলীকদমে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

আলীকদম উপজেলার বাঘেরঝিরি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, অ্যামোনিশন ও গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন সেনাবাহিনীর আলীকদম জোন।

আলীকদম জোন সূত্রে জানা যায়, মাঠ পর্যায়ে গোয়েন্দা সংস্থার তথ্যের উপর ভিত্তি করে বৃহষ্পতিবার (৯ মে) আলীকদম দুই নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের বাঘের ঝিরি এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৃর্গম পাহাড়ে পালিয়ে যায়। ওই সময় পুলিশের সাহায্যে তল্লাশী চালিয়ে জুম ঘর থেকে পরিত্যক্ত একটি বস্তার ভিতরে কম্বলে পেচানো অবস্থায় ১ পিস্তল ( ৯ এমএম ইউকে তৈরি ) ও ২ অ্যামোনিশন (৯ এমএম, ইউকে তৈরি) পাওয়া যায়। ওই জুম ঘরের মাটি খুঁড়ে নিচ থেকে তাজা তিনটি গ্রেনেড উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি বলে জানান সেনাবাহিনী।

আলীকদম জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. সাইফ শামীম পিএসসি জানান, সন্ত্রাসীর কোন জাত, গোষ্ঠী নেই, তাদের পরিচয় একটায়, তারা সন্ত্রাসী। তারা কারও জন্য নিরাপদ নয়। আলীকদম জোন অপরাধ নির্মূলে সর্বদা সচেষ্ট এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা দরকার।

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!