আলীকদমে পুকুর থেকে স্কুল দপ্তরির লাশ উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলার একটি পুকুর থেকে মংমং মার্মা (৩৫) নামের এক দপ্তরির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টায় আলীকদমের সাবের মিয়া পাড়া মহিউদ্দিন মাস্টারের বাড়ির পুকুরে স্থানীয়রা গোসল করতে এসে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুকুর থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মংমং মার্মা আলীকদম সদর ইউনিয়নের অংবাই পাড়ার বাসিন্দা ও সাতুল বড়ুয়ার জামাতা।

নিহতের আত্মীয়রা জানান, মংমং মার্মা মদ্যপানে আসক্ত ছিল। তার স্ত্রী কর্মস্থলে থাকাকালীন সময়ে মদ্যপান করে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)রাত ৮টার দিকে মংমং মার্মা ছুরি দিয়ে নিজের গলায় আগাত করেন। অহতাবস্থায় আলীকদম থানার প্রবেশদ্বারে গিয়ে অস্বাভাবিক আচরণ করলে উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা করানন। অধিক মদ্যপানের কারণে তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। শুক্রবার ভোর রাতে ঘর থেকে বের হয়ে যান। এরপর সারাদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।

পুকুরে পড়ে গিয়ে মংমং মার্মা মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন আত্মীয় ও স্থানীয়রা।

আলীকদম সরকারি আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপ্রুমং মার্মা জানান, ‘মংমং মার্মা উনার বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যালয় চলাকালীন সময়েও মদ্যপান করতেন এবং প্রায় কর্মস্থলে অনিয়মিত থাকতেন। অনেকবার বোঝানোর পরও মদ্যপান ছাড়ে নি। ঘটনাটি খুবই দুঃখজনক।’

এদিকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন বলেন, ‘লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদরের মর্গে পাঠানো হয়েছে।’

এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!