আলীকদমে নৌকার টিকিট পেলেন পুরোনোরাই

নতুন কোনো মুখ নেই, পুরোনোরাই আবারও পেলেন নৌকার মনোনয়ন। বান্দরবানের আলীকদম উপজেলার ৪ ইউপিতে নির্বাচনের জন্য বর্তমান চার চেয়ারম্যানকেই বেছে নিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকাল ৩টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়।

সভায় ৩য় ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

আলীকদমে নৌকার প্রার্থীরা হলেন— আলীকদম সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান পদে মো. নাছির উদ্দীন, চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ফোগ্য মার্মা, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ক্রাতপুং ম্রো।

১৪ অক্টোবর নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ নভেম্বর।

মনোনয়নপত্র যাচাই বাছাই ৪ নভেম্বর। ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ভোটগ্রহণ ২৮ নভেম্বর।

কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!