আলীকদমে ইয়াবাসহ দুই ‍যুবক গ্রেপ্তার

বান্দরবানের আলীকদমে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন পাট্টাখাইয়া এলাকার বাসিন্দা আবু রায়হানের ছেলে আব্দুর রহমান মুন্না (২২) ও ঢাকা সাভারে বাসিন্দা মেহেদী হাসান রুমান (২২)। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলীকদমের ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দু’জনের কাছ থেকে ২৮৫ পিস ইয়াবা পাওয়া যায়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন বলেন, শনিবার রাতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে মেহেদী হাসান রুমানের বিরুদ্ধে সাভার থানায়ও একটি ইয়াবা সংক্রান্ত মামলা আছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm