আলিফ হত্যা মামলায় আসামিদের পক্ষে বাইরের আইনজীবী দাঁড়ালে বাধা দেওয়া হবে না
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন
আলিফ হত্যা মামলার আসামিদের পক্ষে বাইরের আইনজীবী দাঁড়ালে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এছাড়া ইসকনকে নিষিদ্ধ ও মামলাগুলোতে চার্জশিট দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির ব্যবস্থা করাসহ ১১টি দাবি তুলে ধরা হয় সমিতির পক্ষ থেকে।
রোববার (৯ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক।
১১টি দাবি তুলে ধরে আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, হত্যাকাণ্ডে জড়িত উগ্র সন্ত্রাসী সংগঠন ইসকনের যেসব অনুসারীরা এখনও গ্রেপ্তার হয়নি, তাদের গ্রেপ্তার করতে হবে। এছাড়া দ্রুত বিচার নিষ্পত্তি করে দোষীদের সর্বোচ্চ শান্তি মৃত্যুদণ্ডের জন্য প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানাচ্ছি। মসজিদ, আইনজীবীদের চেম্বার, গাড়ি ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তি প্রদান, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হত্যা মামলাসহ অন্যান্য মামলাগুলোতে অন্যতম আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা, হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলাসমূহের চার্জশিট প্রদান করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা করা, ঘটনার দিন আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিষ্ক্রিয়তার বিষয়ে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের পক্ষে কোনো আইনজীবীকে মামলা পরিচালনা না করার জন্য অনুরোধ জানান আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। তবে তিনি বলেন, হত্যা মামলার একটি নিয়ম আছে, হত্যা মামলার কোর্ট যখন চলবে, তখন কোর্ট আসামিপক্ষে একজন আইনজীবী নিয়োগ করবেন। এটাকে স্টেট ডিফেন্স বলে। আলিফ হত্যা মামলার আসামিদের পক্ষে বাইরের আইনজীবী দাঁড়ালে বাধা দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল কাদের, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক মো. কাশেম কামাল, অর্থ সম্পাদক কাজী মো. আশরাফুল হক আনসারী জুয়েল, পাঠাগার সম্পাদক আহমেদ কবির করিম, সাংস্কৃতিক সম্পাদক মারুফ মো. নাজেবুল আলম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ ঘোষ, সদস্য শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান ও আবদুল্লাহ আল ফাহাদ।
আইএমই/ডিজে