চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের স্থগিত হওয়া সাধারণ কাউন্সিলর নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
এই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।
নির্বাচন কমিশনের পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান সাক্ষরিত পাঠানো এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ১৮ জানুয়ারি দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ত্যাগী আওয়ামী লীগ নেতা তারেক সোলাইমান সেলিম।
পরে ২০ জানুয়ারি সন্ধ্যায় সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা হরা হয়।
এএন/কেএস