আলকরণের ভোটে দাঁড়াবেন তারেক সোলেমানের স্ত্রী

চট্টগ্রামের প্রয়াত কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন তফসিল অনুযায়ী এই ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।

এই ওয়ার্ডে এবার তারেক সোলেমান সেলিম আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অটল ছিলেন।

কিন্তু নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ক্যান্সারে আক্রান্ত তারেক সোলায়মান সেলিম চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ জানুয়ারি মারা যান। এরপরই ওই ওয়ার্ডে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

আলকরণে ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনয়ন পান ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আবদুস সালাম। তবে এখন তার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেন প্রয়াত কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের স্ত্রী হাসিনা খানম। তার নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে পারিবারিকভাবে।

তারেক সোলেমান সেলিমের ছেলে মোহাইমিন তারেক রাতুল বলেন, ‘পরিবারের সদস্যদের বৈঠকে আম্মুকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আব্বুর দীর্ঘদিনের রাজনৈতিক অর্জন তার তুমুল জনপ্রিয়তা— যা আপনারা তার জানাজায় দেখেছেন।’

তিনি বলেন, ‘আমার আম্মুকে নির্বাচিত করে ওয়ার্ডবাসী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। তাদের সেই আগ্রহের প্রতি সম্মান দেখিয়ে আমার আম্মু প্রার্থী হচ্ছেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm