আর নেই রাঙ্গুনিয়ার মুক্তিযোদ্ধা ডা. ইউনুচ

মুক্তিযোদ্ধা, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. কাজী মো. ইউনুচ (৬৫) আর নেই (ইন্নালিলল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)।

সোমবার (১৭ জুন) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মরহুম ডা. কাজী মো. ইউনুচ রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের আব্দুল হাসিমের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

সোমবার (১৭ জুন) দুপুরে উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তাঁকে গার্ড অব অর্নার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও রাঙ্গুনিয়া থানার এসআই মো. ইসমাঈল। জানাজা শেষে তাকে কাজী পাড়ার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মুক্তিয়োদ্ধা ডা. কাজী মো. ইউনুচ দীর্ঘদিন যাবত কিডনি রোগে ভোগছিলেন।
younus

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাঙ্গুনিয়ার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান মো. আলীশাহ, কাজী নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী ইঞ্জিনিয়ার শামসুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর, আহমদ সৈয়দ তালুকদার, ইদ্রিস আজগর, মীর তৌহিদুল ইসলাম, ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ধর্মবিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি শামসুদ্দোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুচ, তাঁতী লীগের সভাপতি মোরশেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক শিমুল দাশগুপ্ত, লালানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম ও সেক্রেটারি মীর গোলাম মোস্তফা বাবুল।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm