কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধের সময়সীমা আরও ১২ দিন বাড়ানো হয়েছে। সেই হিসেবে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাছ আহরণের সিদ্ধান্ত জানিয়েছে জেলা প্রশাসন।
এর আগে হ্রদে পানিস্বল্পতার কারণে তিন মাসের নির্ধারিত সময়ের পর গত ১৯ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আরও একমাস মাছ ধরা বন্ধের সময়সীমা বর্ধিত করেছিল প্রশাসন। তবে এবার হ্রদে পানিস্বল্পতা না থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে মাছের ‘সুষম বৃদ্ধির জন্য’ ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরও ১২ দিন বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) রাঙামাটি নদী উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা লিপন মিয়া, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, মো. আব্দুল শুক্কুরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্যবসায়ীরা দাবিতে জানিয়েছেন, সপ্তাহব্যাপী টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি বাড়লেও হ্রদে মাছের সুষম বৃদ্ধি হয়নি। যে কারণে বর্ধিত এক মাসের মধ্যে আহরণ শুরু হলে হ্রদে কার্পজাতীয় মাছ ছোট অবস্থাতেই ধরা পড়ে যাবে। যে কারণে আরও কিছুদিন মাছ আহরণ বন্ধ রাখা দরকার।
পরবর্তীতে বৈঠকে সিদ্ধান্ত হয় আরও ১২দিন সময় বর্ধিত করে ১ সেপ্টেম্বর থেকে মাছ আহরণের।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘বৈঠকে ব্যবসায়ীরা জানিয়েছেন, হ্রদে এখন পর্যাপ্ত পানি বাড়লেও অনেক মাছ এখনও ছোট রয়েছে, সঠিকমতো বেড়ে উঠতে পারেনি। তাই মাছের সুষম বৃদ্ধির লক্ষ্যে আরও কিছুদিন মাছ ধরা বন্ধ রাখা প্রয়োজন। পরে বৈঠকে ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত আরও ১২দিন সময় বর্ধিত করে আগামী ১ সেপ্টেম্বর ভোর থেকে মাছ আহরণ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া বলেন, ‘কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু সংক্রান্ত বৈঠকে আগামী ১ সেপ্টেম্বর থেকে মাছ আহরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণনকেন্দ্র সূত্র জানিয়েছে, চলতি বছর মাছ ধরা বন্ধকালীন সময়ে কাপ্তাই হ্রদে ৭২৬টি অভিযান পরিচালিত করে ৩ হাজার ৪৭৩ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২৪৬টি মাছ ধরার নৌকা ও আনুমানিক দেড় লাখ মিটার জাল জব্দ করা হয়। বিগত দুই বছরে একটি করে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও এবার হয়েছে ১৪টি।
ডিজে