আম পাড়া নিয়ে মারামারিতে আহত মহিলার মৃত্যু, গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আম পাড়া নিয়ে দুই পক্ষের মারামারিতে আহত এক মহিলা তিনদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ মে) উপজেলার বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিলকিছ খাতুন (৭০) নামের ওই মহিলার মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার কাঞ্চনাবাদ ইউনিয়নে মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ডে আম পাড়া নিয়ে দুই প্রতিবেশীর মারামারি ঘটনায় মাথায় আঘাত পেয়ে আহত হন বিলকিছ।

এই ঘটনায় গ্রেপ্তার দু’জন হলেন আলী আসকর (৬৮) ও তার মেয়ে আমেনা আকতার।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!