আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ে আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নওরিন নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নজু ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নুসরাত (৮) ওই বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে। একইদিন বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সে ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

s alam president – mobile

নওরিনের চাচা নাছির উদ্দিন বলেন, ‘আমার ভাতিজি মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পাশের বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যায়। এই সময় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। আমার ভাইয়ের তিন সন্তানের মধ্যে নওরিন বড় ছিল।’

সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!