আমুচিয়ায় নোমান আল মাহমুদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আ জ ম নাছির

চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদের বোয়ালখালী আমুচিয়া ইউনিয়নের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকালে বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের বান্ধব পাঠাগারে এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
আমুচিয়ায় নোমান আল মাহমুদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আ জ ম নাছির 1
প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের প্রধানমন্ত্রীর মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী নোমান আল মাহমুদ একজন আপাদমস্তক রাজনীতিবিদ। তিনি মানুষের কল্যাণে রাজনীতি করছেন। প্রতিহিংসার রাজনীতি করেননি কখনও।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন চক্রান্তের আওয়াজ শোনা যাচ্ছে। কিন্তু তারা সফল হবে না।’

তিনি ২৭ এপ্রিল নৌকায় ভোট দিয়ে নোমান আল মাহমুদকে বিজয়ী করার আহ্বান জানান।
আমুচিয়ায় নোমান আল মাহমুদের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করলেন আ জ ম নাছির 2
উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আয়ান শর্মা, আমুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি কাজল দে, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় দে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াসির আরাফাত, বাংলাদেশ সচেতন সনাতনী হিন্দু ফোরামের সভাপতি প্রণয় দাশগুপ্ত শিমুল সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm