‘আমি কি ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবো?— বললেন শেখ হাসিনা (ভিডিওসহ)

0

গণভবনে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে দুই মন্ত্রীর কাছ থেকে নতুন বই নেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মজা করে বললেন, ‘আমি কি ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হবো?’

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের কাছ থেকে তিনি নতুন বই নিচ্ছিলেন গণভবনের ওই অনুষ্ঠানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের এসএসসি পরীক্ষার অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি যখন নিজে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন ভয় পেয়েছিলাম। প্রথম বোর্ড পরীক্ষা, কী হবে না হবে। এখনকার বাচ্চাদের সে ভয় লাগে না। কারণ আগে থেকে এসব পরীক্ষা দিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস জেগেছে।’

s alam president – mobile

প্রধানমন্ত্রী বলেন, ‘পঞ্চম ও অষ্টম শ্রেণিতে এই দুটি পরীক্ষা শিশুদের মাঝে আত্মবিশ্বাস বাড়াচ্ছে। এর ফলে এসএসসি পরীক্ষার ভীতি কাটছে। প্রাথমিক পরীক্ষার একটা সার্টিফিকেট পাচ্ছে, আবার অষ্টম শ্রেণি পাস করার পর আরেকটা পাচ্ছে। এতে কি হচ্ছে, তাদের মধ্যে পরীক্ষার ভীতি কাটছে। যেকোনো সার্টিফিকেট বাঁধিয়ে রাখলে নিজের মনের মধ্যে একটা সাহস জাগে। ফলে এসএসসি পরীক্ষার সময় যে ভয়টা থাকে সেটা কাটিয়ে ওঠা যায়।’

শিশুদের দিকে তাকিয়ে শেখ হাসিনা বললেন, ‘আগে পুরনো ছেঁড়া জীর্ণ বই হাতে দেওয়া হতো, অনেকের আবার বই কেনার ক্ষমতা ছিল না বাবা মার, বা কিনতে পারত না, এখন আর সেটা নেই। সকলের জন্য নতুন বই। আসলে নতুন বই হাতে পেলে ভালোও লাগে।’

Yakub Group

শিশুদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী সহাস্যে বলেন, ‘নতুন বইয়ের ঘ্রাণ পেতে ভালো লাগে, আবার নতুন বইয়ে মলাট লাগাতে হবে। নামটা লিখতে হবে। অনেক কাজ থাকবে। সেই কাজগুলো সকলে মিলে করা হবে তাই না।’

পরে প্রাক প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধানমন্ত্রী। শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী তাদের নিয়ে গণভবনের মাঠে যান। এ সময় শিশুরা দুরন্ত গতিতে মাঠে প্রবেশ করে। পরে প্রধানমন্ত্রীও শিশুদের সাথে মাঠে যান ও তাদের সাথে খেলায় মেতে উঠেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!