আমিরাতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফুজাইরার আল নূর জাহান এফসি

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অংশগ্রহণে কর্ণফুলী ঐক্য পরিষদ ও কর্ণফুলী ক্রীড়া পরিষদের যৌথ উদ্যোগে জমকালো এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঈদের পরদিন রাতে দুবাইয়ের আল বোস্তান গ্যাসেইস স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘ওয়ানডে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’।

আমিরাতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফুজাইরার আল নূর জাহান এফসি 1

আয়োজনে কোরআন তেলাওয়াত এবং সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী আজিম তালুকদার। সভাপতিত্ব করেন প্রবাসী কর্ণফুলী ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ ওসমান গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিক, বাংলাদেশ ব্যাডমিন্টন গ্রুপের সভাপতি মীর মুহিউদ্দীন, বাংলাদেশ স্পোর্টস ক্লাবের আহ্বায়ক ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম রুপু, ক্লাবের সহ-সভাপতি মো. রেজা, সাধারণ সম্পাদক আলী মাহমুদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, শারজাহ আলমাস ফার্নিচারের কর্ণধার মো. ফয়সাল আহমেদ, ক্রীড়া সংগঠক মোহাম্মদ শফিউল আলম ও আসাদুজ্জামান মুরাদ।

টুর্নামেন্টে অংশ নেয় ৮টি দল—সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ স্পোর্টস ক্লাব, আজমান ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ, আল আইন ফুটবল ওয়ারিয়র্স এফসি, দুবাই ফ্রেন্ডশিপ স্পোর্টিং ক্লাব, শারজাহ হাটহাজারী ওয়ারিয়র্স এফসি, ফুজাইরা আল নূর জাহান এফসি, দুবাই ইন্টারন্যাশনাল সিটি এফসি এবং দুবাই আজিম তালুকদার ফুটবল একাডেমি।

চূড়ান্ত ফাইনালে শারজাহ হাটহাজারী ওয়ারিয়র্স এফসিকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুজাইরা আল নূর জাহান এফসি। প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আব্দুল্লাহ আল নূর, সেরা গোলদাতা রিয়াজ, সেরা গোলকিপার সাজ্জাদ এবং ‘সু-শৃঙ্খল দল’ পুরস্কার পায় আজিম তালুকদার ফুটবল একাডেমি।

রেফারির দায়িত্ব পালন করেন এস এম আব্দুল মাবুদ ও অপু কান্তি দাশ। সহযোগী ছিলেন মোহাম্মদ রাহাত ও মোহাম্মদ রিয়াজ। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মো. আব্দুল্লাহ ও মো. বেলাল।

খেলার শেষভাগে ইঞ্জিনিয়ার তুহিন জিয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রবাসী ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন মাহবুবুল আলম, মোঃ জাফর, মোঃ ফয়েজ আহমেদ, নূর মোহাম্মদ, আব্দুল শুক্কুর, মো. শাহজাহান, কামাল উদ্দিন, মো. শাকিল ও মো. হামিদ।

আয়োজকরা জানান, প্রবাসে এই ধরনের আয়োজন ক্রীড়াপ্রেমী বাংলাদেশিদের মধ্যে আনন্দ, ঐক্য ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm