আমিরাতে ‘নতুন বাংলাদেশে’র ধারণা নিয়ে হচ্ছে জমকালো আয়োজন

জুলাই গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের পর ‘নতুন বাংলাদেশে’র ধারণা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ কমিউনিটির জমকালো আয়োজন।

আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যায় এ আয়োজন স্থানীয় উইমেন এসোসিয়েশন হলে অনুষ্ঠিত হবে। এতে ৬০ জন নবনির্বাচিত সিআইপিকে দেওয়া হবে সংবর্ধনা।

আয়োজনে থাকবে আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটে নবনিযুক্ত কনসাল জেনারেল রাশেদুজ্জামানকে বাংলাদেশ কমিউনিটি আরব আমিরাতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বরণ। এছাড়া রয়েছে সাংস্কৃতিক আয়োজনও।

এদিকে অনুষ্ঠানকে সফল করতে সোমবার (৬ ডিসেম্বর) রাত ৯ টায় শারজায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দুবাইয়ে বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে ও বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইর সভাপতি কামাল হোসেন সুমনের উপস্থাপনায় সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে অংশ নেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ও কমিউনিটি নেতা প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, মীর কামাল, জাহাঙ্গীর আলম রুপু, মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক শিবলী আল সাদিক, কামরুল হাসান জনি, শেখ ফয়সাল সিদ্দিকী ববি, নাসিম উদ্দিন আকাশ, শিল্পী জাবেদ আহমেদ মাসুম, খোরশেদুল আলম জাশেদ, জাকির হোসেন, ইয়াসিন আরাফাত, কবি ওবায়দুল হক, গোলাম সরওয়ার, ওবায়দুল হক মানিক, মো. সোহেল, আবু তৈয়ব, মানিকুল ইসলাম প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm