আমানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা আমান বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. হারুন ও সাধারণ সম্পাদক পদে আজাদ হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মো. ইদ্রিস নেজামী, সহ-সভাপতি শাহজাদা মো. আকবর শাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার পাশা বিল্টু, সহ-সাধারণ সম্পাদক খোরশেদুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. ওসমান গনি, সহ সাংগঠনিক সম্পাদক মো. খোকন, অর্থ সম্পাদক মো. আকতার হোসেন, সহ-অর্থ সম্পাদক মো. নেজাম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল আলম জাহেদ, দপ্তর সম্পাদক শহিদুল্লাহ সুমন, ধর্ম ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. হাসান, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক কেএম সবুর, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে সৈয়দ মো. আলী আজম নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান জাহেদ, সৈয়দ মো. শাখাওয়াত হোসেন, মো. ইউনুস, মো. দেলোয়ার হোসেন, মো. আবদুল মান্নান, নিকু কুমার শীল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm