আবু তালেব শ্রেষ্ঠ পিইউও নির্বাচিত

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টর ১০ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিংয়ে শ্রেষ্ঠ প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) নির্বাচিত হয়েছেন। হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবু তালেব। তিনি চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের ছেলে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় ফরমেশন ড্রাইভিং ট্রেক এলাকায় রেজিমেন্ট ক্যাম্পিংয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল শফিকুর রহমান তার হাতে এ পুরস্কার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের এ্যাডজুটেন্ট মেজর মোহাম্মদ জসীম উদ্দীন ও ১১ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ট সৈয়দ জহির উদ্দীন মোহাম্মদ বাবর।

২০১৬ সালের ২৯ মে থেকে পিইউও আবু তালেব হাটহাজারী সরকারি কলেজের বিএনসিসি প্লাটুনে পুরুষ প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বপালন করছেন।

উল্লেখ্য, ২০১৬ ও ২০১৯ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে আবু তালেব হাটহাজারী উপজেলা ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!