আবাসিক হলে আসন বরাদ্দ দিয়েই খুলছে চবি

শাটল ট্রেন চলবে ১ অক্টোবর থেকে

প্রায় আড়াই মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কার্যক্রম শুরু হবে আগামী ৬ অক্টোবর। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি আগামী ১ অক্টোবর থেকে শাটল ট্রেন নিয়মিত সময়সূচিতে চলাচল করবে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী।

মোহাম্মদআলী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর হলে আসন বরাদ্দের আবেদন নেওয়া হবে। আগামী ৩ অক্টোবর আসন বরাদ্দ দিয়ে ৫ অক্টোবর হল খোলা হবে। পরবর্তীতে ৬ অক্টোবর ক্লাস শুরু হবে।

এর আগে গত ১৭ জুলাই এক জরুরি সিন্ডিকেট সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

এমআই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm