আবারো আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নেমেছেন। দাবি আদায়ে প্রশাসনকে বেঁধে দেওয়া সাতদিনের সময় শেষ হওয়ার পর শর্ত পূরণ না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ইনস্টিটিউট অবরুদ্ধ করেছেন তারা। ফলে আবারও অচল হয়ে পড়েছে ইনস্টিটিউটটি।

মঙ্গলবার (৩১জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের ক্যাম্পাসের মুল ফটকে আন্দোলনে বসেন শিক্ষার্থীরা। এ সময় চারুকলার সকল শিক্ষার্থী ক্লাসবর্জন করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

এর আগে গত ২৩ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৮২ দিন আন্দোলনের পর ক্লাস শুরু করেন।

s alam president – mobile

সেসময় শর্ত সাপেক্ষে চট্টগ্রাম নগরের ক্যাম্পাসেই ভবনের বাইরে ক্লাস করেন তারা।

৮২ দিনের আন্দোলনের পর শিক্ষামন্ত্রী ও চট্টগ্রামের জেলা প্রশাসকের আশ্বাসে এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা জানান, ‘শিক্ষামন্ত্রী ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা ক্লাসে ফিরেছিলাম। তবে আমাদের দাবি পূরণে দৃশ্যমান কোনো কার্যক্রম শুরু না হলে আবারও আন্দোলনে যাব বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা ইনস্টিটিউট অবরুদ্ধ করেছি।’

Yakub Group

শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে চারুকলা ইনস্টিটিউটের পরিচালক সুফিয়া বেগম বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃক ক্যাফেটেরিয়া, ইনফরমেশন সেন্টার ও ভবন সংস্কারের কাজও শুরু হচ্ছে। এই কাজগুলো করতে সময় লাগে। ওরা কেন আন্দোলন করছে এটা ওরাই ভালো জানে।’

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm