রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) আবারও ট্রেনে যাত্রী নিরাপত্তায় দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (৫ অক্টোবর) রেলওয়ে উপ-পরিচালক (প্রশাসন) রুবিনা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ প্রবণতা রোধকল্পে যাত্রীবাহী ট্রেনে উভয় অঞ্চলের মহাব্যবস্থাপকগণের চাহিদা মোতাবেক আরএনবি সদস্য মোতায়নের জন্য নির্দেশক্রমে অনুমতি প্রদান করা হলো।
বিষয়টি নিশ্চিত করেন আরএনবির (পূর্ব) কমান্ড্যান্ট শহীদ উল্লাহ।
এর আগে ১৮ আগস্ট রেলপথ মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাত্রীর নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা নিশ্চিত, আইন শৃঙ্খলা রক্ষায় রেল পূর্ব ও পশ্চিমাঞ্চলে আরএনবিকে ট্রেনে দায়িত্ব পালনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
আরএনবির (পূর্ব) চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলাম বলেন, জিএম আদেশ দিলে আরএনবি যাত্রী নিরাপত্তায় কাজ করবে।
চলতি বছরের ৫ মে থেকে ট্রেনে আরএনবির এস্কর্ট ডিউটি বন্ধ রাখা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, অনৈতিক সুবিধা নিয়ে ট্রেনে যাত্রী পরিবহন করে সদস্যরা।
জেএস/ডিজে



