আবারও ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু মিরসরাইয়ে

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনা এলাকায় ১১ পর্যটকের মৃত্যুর তিনদিন পর আবারও ট্রেনে কাটা পড়েছেন এক যুবক। তার ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

নিহত যুবকের নাম মো. মামুন মিয়া (৩৫)। তিনি মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরিয়তপাড়া এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। পেশায় তিনি সিএনজিচালক ছিলেন।

সোমবার (১ আগস্ট) দুপুরে মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকার ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ডাউন লেনে ঢাকা থেকে চট্টগ্রামমুখি মহানগর প্রভাতী এক্সপ্রেসে কাটা পড়েন ওই ব্যক্তি। এলাকার স্টেশনটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সোমবার দুপুরে স্টেশন এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ট্রেন কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।’

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ‘সোমবার দুপুরে মিরসরাই রেলওয়ে স্টেশন এলাকায় মহানগর প্রভাতী এক্সপ্রেসে কাটা পড়ে মো. মামুন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!