আবরার হত্যার বিচার চেয়ে একাই আন্দোলনে চবি ছাত্র

কারও অপেক্ষায় বসে না থেকে একাই আন্দোলনে নামলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে তিনি একাকী এই আন্দোলনে নেমেছেন।

এদিকে আবরার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রামও।

মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন খালেদ সাইফুল্লাহ। এসব প্ল্যাকার্ডে লেখা রয়েছে—’আবরার হত্যার বিচার চাই’ ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করুন’, ‘আমি রাষ্ট্রদ্রোহী নই’, ‘আমিই বাংলাদেশ’, ‘আমাকে মারুন, বাংলাদেশই মরবে’, ‘আবরার তো নেই, আমিও না হয় গুম হব’, ‘ ও ‘আমি আমার বাকস্বাধীনতা চাই’—এমন সব বক্তব্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র খালেদ সাইফুল্লাহ।

খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমি আমার নিজের দায়িত্বশীল অবস্থান থেকে এখানে প্রতিবাদ জানাতে বসেছি। একজন ছাত্র হিসেবে আমি মনে করছি আমার প্রতিবাদ করা উচিত। এ হত্যার বিচার দাবি করছি। যেভাবে আবরারকে হত্যা করা হয়েছে তা একজন মানুষের পক্ষে করা সম্ভব না।’

প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেওয়ার আগে খালেদ সাইফুল্লাহ ফেসবুকে লিখেছেন—‘ইচ্ছে করছে “পলাশী চত্বর” এ গিয়ে প্ল্যাকার্ড নিয়ে বসে থাকি… প্ল্যাকার্ডে লেখা থাকবে…
“আবরার হত্যার বিচার চাই”
” শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক”
“আমি-ই বাংলাদেশ”
“আমাকে মারলে বাংলাদেশ মরবে”
যৌবন চলে তো এখন,রক্ত একটু বেশি-ই টগবগ করে.. রাগে এখন সহজেই অগ্নি-অশ্রু ঝরে…
কিন্তু আমি এখনো টিপিক্যাল বাঙালি তো,তাই মনের রাগ ফেইসবুক পর্যন্ত আসে…
হয়তো একটা সময় আসবে,যখন অসহ্য হয়ে যাবো… তখন আমি-ই হবো আরেক নূর হোসেন, আমি-ই হবো আরেক রুমি… ধিক্কার আমাকে… আমি অক্ষম প্রতিবাদে…’

এদিকে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল চারটায় ষোলশহরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভের ডাক দেন সংগঠনের নেতারা।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!