আবদুর রহিমের ভ্রমণগ্রন্থ ‘টোকিও হতে ইস্তানবুল’ প্রকাশনা উৎসব

বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় প্রকাশিত গবেষক ও পরিব্রাজক মোহাম্মদ আবদুর রহিমের ভ্রমণগ্রন্থ “টোকিও হতে ইস্তানবুল” এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে প্রকাশক ‘বইসই’র কর্ণধার ইমরান হোসাইন তুষারের সভাপতিত্বে অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত কবি মাজেদা রফিকুননেসা, বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, ডায়মন্ড সিমেন্টে পরিচালক মোহাম্মদ হাকিম আলী, ড.মুহম্মদ শহীদুল্লাহের নাতনি কবি ও কথাশিল্পী ফরিদা মনি শহীদুল্লাহ্, ঢাকার প্রাক্তন জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহুরুল ইসলাম দুলাল।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইতিহাস সমিতির চেয়ারম্যান সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, আইনবিদ ও ভাষাবিদ কবি ড. ম আ মুক্তাদীর, মুসলমান ইতিহাস সমিতির মহাসচিব মাস্টার আবুল হোসাইন, অনুবাদক ও গ্রন্থপ্রনেতা কবি মাহমুদুল হাসান নিজামী, বিশ্বপরিব্রাজক কবি মাহমুদ হাফিজ, আয়কর আইনজীবী এডভোকেট হেলাল উদ্দিন, সিএ ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ লেখক আবদুর রহিম।

২৪৪ পৃষ্টার বইটিতে লেখক আবদুর রহিম তুরস্ক, চীন, জাপান, মালদ্বীপ, ভারত, শ্রীলঙ্কা, সৌদি আরবের বিভিন্ন শহরের অনন্য স্থাপত্যকলা, ঐতিহাসিক নিদর্শনগুলোর ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রত্যেকটা ভ্রমণ কাহিনির সঙ্গে কিউআর কোড স্ক্যান করে নিদর্শনগুলো ভিডিওগুলো দেখা যাবে।

পেশাগত জীবনে আবদুর রহিম ডায়মন্ড সিমেন্টের হেড অব সেলস এন্ড মার্কেটিং (চট্টগ্রাম) পদে রয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm